পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় ৩৫ কেজি গাঁজাসহ চার জন মাদক কারবারিকে আটক করেছে পীরগাছা থানা পুলিশ।
১৮ এপ্রিল বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার ১৯ এপ্রিল পীরগাছা থানায় মামলা করার পর আদালতের মাধ্যমে তাদের হাজতে পাঠানো হয়েছে।
আটক কারবারিরা হলো- পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু গ্রামের মৃত-বাদসা মিয়ার ছেলে সাব্বির আহমেদ ওরফে আব্দুস সালাম মিয়া (৪০), হোসেন আলীর ছেলে শাজাহান মিয়া (৩৫), ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি এলাকার খাইরুল ইসলামের ছেলে সবুজ মিয়া (২০) ও ফুলমতি খড়া পাড়া এলাকার জিয়াউল হকের ছেলে একরামুল হক (২৪)।
রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে পীরগাছা থানা এলাকায় পুলিশ পরির্দশক (তদন্ত) সেলিমুর রহমান সেলিমের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে পীরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, এস.আই রফিকুল ইসলাম রফিক, এস.আই ফজলে রাব্বী, এ.এস.আই আলতাব হোসেনসহ থানার একদল পুলিশ সদস্য।
অভিযানে ওই এলাকার সাব্বির আহমেদ ওরফে আব্দুস সালাম মিয়ার বসত বাড়ি থেকে ৩৫ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে এবং মাদক উদ্ধার করা হয়।
এ এসপি সি নজরুল ইসলাম আরও বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের নির্দেশে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ওসি তদন্ত সেলিমুর রহমান সেলিম প্রেসবিফ্রিং করে ঘটনার বিবরণ তুলে ধরে বলেন, আমরা নিয়মিত অভিযানে ৩৫ কেজী গাঁজাসহ ৪ জনকে আটক করি। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে রংপুর জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available