মোঃ রুবেল আহমেদ, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : শিবচরের মাদবরেরচর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভেইলি ব্রিজ বাজারে একটি বিকাশের দোকানে মাগরিবের নামাজের সময় চুরির ঘটনা ঘটেছে। ৭ মার্চ মঙ্গলবার শাহিন টেলিকম নামের ওই দোকান থেকে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরচক্র।
দোকানের মালিক মোঃ শাহিন শেখ জানান, প্রতিদিনের মতো মাগরিবের নামাজ পড়তে যাই। আজকে ৬টা ৮ মিনিটে নামাজ পড়তে যাই এবং নামাজ শেষে ৬ টা ১৫মিনিটেই দোকানে চলে আসি। প্রতিদিনের মতো দোকানের শাটার খোলা ছিল। নামাজ থেকে ফিরে এসে ক্যাশ ড্রয়ারের দিকে তাকাতেই দেখি দুইটি ক্যাশ ড্রয়ার ভাঙা। চোরের দল আমার দোকানের ড্রয়ার থেকে ২ লাখ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। আমি একজন ক্ষুদ্র দোকানদার। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে... বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘ ১৫ বছর ধরে এই বিকাশের দোকান করছেন গনি শেখের ছেলে মোঃ শাহিন শেখ। কখনও চুরির ঘটনা না ঘটলেও মাগরিবের নামাজের সময় এমন চুরির ঘটনায় আমরা আতঙ্কিত।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমরা প্রাথমিকভাবে শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিতভাবে অভিযোগ করলে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available