বিপ্লব তালুকদার খাগড়াছড়ি:`ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজনে বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুনাক-এর সভানেত্রী রেহানা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. নাইমুল হক (পিপিএম)।
৬ মার্চ সোমবার বিকালে নারী দিবসকে স্বার্থক করতে পুনাকের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলার ৬ জন নারী উদ্যোক্তাকে সংবর্ধনা হিসেবে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
এই সংবর্ধনা পেয়েছেন, জাতীয় মহিলা সংস্থা খাগড়াছড়ির চেয়ারম্যান নিগার সুলতানা, নবীন নারী উদ্যোক্তা তাসলিমা আক্তার বিথী, নারী উদ্যোক্তা শাপলা দেবী ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, নিপু ত্রিপুরা, শাহনাজ সুলতানা। এ সময় উদ্যোক্তাগণ সকলের সম্মুখে নিজ নিজ সফলতার গল্প উপস্থাপন করেন।
পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী বলেন, শৈশবে পুরুষকে শক্তিশালী ও নারীকে কোমলমতি হিসেবে আখ্যায়িত করে আসলেও এখন নারীরা পুরুষের সমপরিমাণ ক্ষমতা অর্জনে সক্ষম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, নারীদের ক্ষমতায়ন ও নারীর অদম্য শক্তিই যে, নারীকে মেলে ধরতে পারে তার উজ্জ্বল উদাহরণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরবর্তী ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও পুরুষের সাথে সমানতালে ভূমিকা রাখতে হবে নারীদের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available