রংপুর ব্যুরো: ছিনতাই, চুরি, মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে রংপুর মেট্রোপলিটন পুলিশ তাজহাট থানার আয়োজনে অপরাধ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল শনিবার বিকেলে নগরীর লালবাগ মোড়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. জিল্লুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার শেখ মো. শাহাদত হোসেন, তাজহাট থানা আওয়ামী লীগের সভাপতি ইমাদ হোসেন ও কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিটো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজহাট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম। এ সময় লালবাগ বাজার ব্যবসায়ী, এলাকাবাসী ও পথচারীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available