মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে হিট স্ট্রোকে শিল্পি খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২১ এপ্রিল রোববার সকাল ৮টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিল্পি খাতুন উপজেলার রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরে স্ত্রী ও পার্শবর্তী আমতৈল গ্রামের বিল্লাল মালিথার মেয়ে।
শিল্পি খাতুনের স্বজনরা জানান, গত কয়েক দিনের মত রোববারও সকাল থেকে শুরু হয়েছে তীব্র তাপদাহ। এই তাপদাহের মধ্যে শিল্পি খাতুন নিজ বাড়িতে কাজ করার সময় স্ট্রোক করে মারা যায়।
শিল্পি খাতুনের মৃত্যুতে গোটা পরিবারে শোকের ছায়া নেমেছে। শিল্পি খাতুন মৃত্যুকালে দুই ছেলে স্বামী বাবা মা ভাই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েকদিন যাবৎ মেহেরপুর ও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তিব্র তাপদাহ বয়ে যাচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যায় ৬টা পর্যন্ত মেহেরপুর জেলার তাপমাত্রা ছিলো ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। তিব্র তাপদাহে শ্রমজীবী মানুষসহ সকল শ্রেণি-পেশার মানুষেল জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available