স্টাফ রিপোর্টার, গাজীপুর: এক মাস না পেরুতেই গাজীপুরের শ্রীপুর উপজেলায় আরেকটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর কামরুন্নাহার (২৮) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার বরমী বাজারের নাগরিক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে।
চিকিৎসকের অদক্ষতা এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে প্রসূতির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন নিহতের স্বজনেরা। হাসপাতালটিতে একাধিকবার এরকম ঘটনা ঘটলেও কোনো প্রতিকার করা হচ্ছে না বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
নিহত ইসরাত জাহান ময়মনসিংহের পাগলা থানা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী কামরুন্নাহার (২৮)। ১৯ এপ্রিল শুক্রবার রাতে প্রসূতির স্বজনেরা তাকে ওই হাসপাতালে নিয়ে আসেন। রাত আনুমানিক ৮টার দিকে সিজারিয়ান আরেশন শুরু করেন চিকিৎসক। পরে রাত ২টার দিকে রোগীর স্বজনদের জানানো হয়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোগীকে অন্যত্র নিতে হবে। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসক ইসরাত জাহান ও হাসপাতাল মালিক জহিরুল ইসলামসহ অন্যরা সটকে পড়েন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর ২০ এপ্রিল শনিবার সকাল ১০টার দিকে প্রসূতির মৃত্যু হয়। প্রসূতির ৬ বছরের বয়সের প্রতিবন্ধী এক সন্তান রয়েছে। নবজাতক শিশুকন্যা সুস্থ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নাগরিক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের ডিউটি ডাক্তার কোনো তথ্য দিতে পারেননি। তিনি বলেন, যিনি অপারেশনটি করেছেন এবং হাসপাতাল মালিক যারা রয়েছেন বিষয়টা তারা ভালো বলতে পারবেন।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, রোগীর ভাশুর দীদার মীর থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি আমলে নিয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শ্রীপুরের মাওনা চৌরাস্তা লাইফ কেয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available