রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২১ মে দ্বিতীয় ধাপে রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তারা।
চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহানের ছেলে ইমতিয়াজ আরাফাত, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খানের বড় ভাই আকতার হোসেন খান, ফয়েজ বক্স বাবুল, মোশাররফ হোসেন মশু ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুমন।
ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন, সাউধেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মো. সোহেল রানা, সাবেক ছাত্রলীগ নেতা মো. কামরুল বিএসসি, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও রামগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ভূইয়া এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মাসুদ।
মহিলা ভাইস পদ প্রার্থীরা হলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, যুবলীগ নেত্রী রোকসানা শামছু, জেলা পরিষদের সাবেক সদস্য সামসেদা আক্তার ও ছাত্রলীগ নেত্রী আমেনা আক্তার বিথি।
বিএনপি, জাতীয়পার্টি ও জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেননি বলে নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক জানান, যেহেতু কোনো দলীয় প্রতীক নেই সেহেতু সবাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, আগামী ২১ মে দ্বিতীয় দফায় রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available