আব্দুল মজিদ, ( নাটোর ) প্রতিনিধি: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নাটোর (ক্ষুদ্রসেচ) জোনের সহকারী প্রকৌশলী নাসিম আহমেদকে নিজ দফতরে পিটিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিএডিসির নাটোর জোনের প্রকৌশলী ও কর্মচারীরা।
৭ মার্চ মঙ্গলবার বিকালে নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া সেচ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নাটোর বিএডিসির নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
জানা গেছে, নাটোরের দুটি উপজেলায় ভূ-উপরিস্থ সেচনালা স্থাপন প্রকল্পের কাজ শেষ না করে বিল দাবি করেছিল কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ। বিল না দেয়ায় দফতরে পিটিয়ে আহত করা হয় সহকারী প্রকৌশলী নাসিম আহমেদকে। এ ঘটনায় নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available