মোঃ রুবেল আহমেদ, ( মাদারীপুর ) প্রতিনিধি: মাদারীপুরে প্রতারণার অভিযোগে আনিসুর রহমান বাবুল (৩৫) ও তার সহযোগী হাসিবুল মিয়াকে (৪২) নামে দুই ভুয়া দুদক কর্মকর্তাকে গ্রেফতার করেছে মাদারীপুর গোয়েন্দা পুলিশ।
৬ মার্চ সোমবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের লুন্দী গ্রামের শামছুল হক মিয়ার ছেলে মো. আনিসুর রহমান বাবুল ও একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে মো. হাসিবুল মিয়া।
৭মার্চ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এতথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, দুদক কর্মকর্তা পরিচয়দানকারী আনিসুর রহমান একজন প্রতারক। তিনি এই পরিচয় দিয়ে বিভিন্ন সময় মানুষকে প্রতারিত করেছেন। তার মূল টার্গেট ছিল ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা। প্রথমে তিনি পরিকল্পনা অনুযায়ী সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতেন। তারপর বিভিন্ন জায়গা থেকে ও বইয়ের স্মরণিকা থেকে তাদের সম্পর্কে ধারণা নিতেন। তথ্য পাওয়ার পর ওই সব কর্মকর্তা ও ব্যবসায়ীদের মোবাইল নাম্বারে ফোন করে তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রক্রিয়াধীন রয়েছে এমন ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে অর্থ আদায় করতেন।
এ বিষয়ে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গত কয়েক বছর ধরে এই প্রতারক চক্রটি প্রতারণার মাধ্যমে অনেকের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। আমাদের কাছে অভিযোগ আসার পরে তাদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের বিশেষ শাখা অভিযানে নামে। প্রযুক্তির সহায়তায় চেষ্টা চালিয়ে তাদের ধরতে সক্ষম হই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available