মোঃ তৌহিদুর রহমান তুহিন, ফুলছড়ি (গাইবান্ধা) : অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে সরকারি-বেসরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
‘ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যে গাইবান্ধার ফুলছড়িতেও দিবসটি পালিত হয়েছে।
ফুলছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকালে এ উপলক্ষে উপজেলা চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পাপিয়া সুলতানা, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাউছার আলী, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ফুলছড়ি উপজেলা কর্মকর্তা নিখিল চন্দ্র রায়, উপজেলা সহকারী প্রোগ্রামার কাজল মিয়া প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিআরডিবি কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের নারীরা আজ সচিব, বিচারক, সশস্ত্র বাহিনীসহ সব গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে বিশ্বে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।
পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা অনস্বীকার্য বলেও উল্লেখ করেন তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available