• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪১:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪১:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজশাহীর চারঘাটে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

২৪ এপ্রিল ২০২৪ সকাল ০৯:৫৪:১১

রাজশাহীর চারঘাটে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ করা হয়েছে। ২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে চারঘাট কৃষি দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ইউএনও সাইদা খানমের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান তার স্বাগত বক্তব্যে বলেন, এই প্রণোদনা শুধুমাত্র দরিদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য। উপজেলার মোট ১ হাজার ৮শ’ ১০ জন কৃষকের মাঝে আউশ ধান ও পাটের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। এই প্রণোদনা বিক্রির জন্য নয়, শুধুমাত্র চাষের জন্য ব্যবহার করতে হবে। সরকারি প্রণোদনা স্থানীয় বাজারে বিক্রয় করার বিষয়ে কোনো কৃষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কৃষি বিভাগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।

পরিশেষে ইউএনও বলেন, উন্নত ফসল উৎপাদনের জন্য উন্নত বীজ বিতরণ করা হচ্ছে। এই বীজ অত্যন্ত উন্নত মানের এবং সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। যারা সরকারি প্রণোদনা পাওয়ার যোগ্য তারা বীজ অপব্যবহার করবেন না। এ সময় তিনি পেনশন প্রকল্পের কথাও বলেন।

ওই সময় সাবেক ডিডি বজ্রহরী দাশ, অতিরিক্ত ইউএও খন্দকার ফিরোজ মাহামুদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা জহুরুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাক্তার ওয়াসিম আকরাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাজদার রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০