নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরের দোহালীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন ও বিপণন করায় চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভেজাল গুড়গুলো ধ্বংস করা হয়।
৭ মার্চ মঙ্গলবার র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা ও জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান এ অভিযান পরিচালনা করেন।
র্যাব জানান, পুলিশ সুপার মো. মাসুদ রানা ও নওগাঁ জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহানের নেতৃত্বে জেলার মহাদেবপুর উপজেলার দোহালী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন এবং বিপণন করার অপরাধে ‘নেপাল গুড় কারখানা’র মালিক শ্রী নেপাল চন্দ্র মালী (৪৫), ‘নরেন্দ্র গুড় ঘর’র মালিক শ্রী নরেন্দ্র হাজরা (৪২), ‘সুভাস গুড় ঘর’র মালিক শ্রী সুভাস চন্দ্র দাস (৩৯), ‘বিধান গুড়ের আড়ৎ’র মালিক শ্রী বিধান হাজরাকে (৫০) জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা মোতাবেক প্রতিষ্ঠানগুলোকে যথাক্রমে ৪ হাজার টাকা, ২ হাজার টাকা, ৫ হাজার টাকা ও ৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ভেজাল গুড়সহ ভেজাল গুড় তৈরির উপাদানসমূহ ধ্বংস করা হয়।
এ সময় ৫৪৯০ কেজি ভেজাল গুড়, ১৭৪০০ লিটার চিনির শিরা, ২০১০ লিটার মিষ্টির ময়লা শিরা, ৪.৫ কেজি ক্ষতিকর রং, ২.৫৫০ কেজি হাইড্রোজেন, ৪ কেজি স্যাকারিন, ৫০০ গ্রাম ফিটকিরি ও ৫ কেজি চুন ধ্বংস করেন।
উল্লেখ্য, এই ৪ চারটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন ও বিক্রি করতো বলে জনসম্মুখে স্বীকার করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available