• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৪:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৪:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালীগঞ্জে তথ্য গোপন করায় ভাতিজার মনোনয়ন বাতিলের দাবি চাচার

২৪ এপ্রিল ২০২৪ সকাল ১১:৫৯:৫৪

কালীগঞ্জে তথ্য গোপন করায় ভাতিজার মনোনয়ন বাতিলের দাবি চাচার

লালমনিরহাট প্রতিনিধি: হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রাকিবুজ্জামান আহমেদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন তাঁরই আপন চাচা অপর চেয়ারম্যান প্রার্থী মাহবুবুজ্জামান আহমেদ।

২৩ এপ্রিল মঙ্গলবার মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিনে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে সম্পদের তথ্য গোপন এবং সরকারি বেতন-ভাতার সুবিধা নেয়ার বিষয়টি হলফনামায় উল্লেখ না করায় রাকিবুজ্জামানের প্রার্থিতা বাতিল চেয়ে লিখিত আবেদন করেন। আবেদনের সাথে তথ্য গোপন করার প্রমাণস্বরূপ সম্পত্তির দলিলসহ অন্যান্য নথিপত্রও দাখিল করেন মাহবুবুজ্জামান আহমেদ।

কিন্তু রিটার্নিং কর্মকর্তা তার আবেদন আমলে না নিয়ে রাকিবুজ্জামান আহমেদের প্রার্থিতা বৈধ ঘোষণা করলে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে তার মনোনয়ন বাতিলের দাবি জানান মাহবুবুজ্জামান আহমেদ।

রাকিবুজ্জামান আহমেদ স্থানীয় সংসদ এবং সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সরকারি করিম উদ্দিন পাবলিক ডিগ্রি কলেজের প্রভাষক। উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি পদত্যাগ করেন। অপরদিকে মাহবুবুজ্জামান আহমেদ নুরুজ্জামান আহমেদের আপন ছোট ভাই এবং ওই উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। নির্বাচনে চাচা-ভাতিজা উভয়ই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাহবুবুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, এমপি বলয়ের প্রভাবে রিটার্নিং কর্মকর্তা রাকিবুজ্জামান আহমেদের অবৈধ মনোনয়নটি বাতিলের সাহস পাননি। তাই আপনাদের মাধ্যমে দেশবাসী ও প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচারের আবেদন করছি।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজার রহমান, মাহবুবুজ্জামান আহমেদের আইনজীবী রাজা মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২