মানিকগঞ্জ প্রতিনিধি: ‘আসুন শব্দদূষণ রোধে সকলে সচেষ্ট হই’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের আয়োজনে মানিকগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৪ পালন করা হয়েছে।
এ উপলক্ষে ২৪ এপ্রিল বুধবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট এ কে এম. ছামিউল আলম কুরসির সঞ্চালনায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো:ইউসুফ আলী, বিআরটিএ সহকারী পরিচালক মাহবুব কামাল, মেডিকেল অফিসার ডা. দিবাকর মন্ডলসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শব্দ সচেতনতা শব্দদূষণ রোধের মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি কমাতে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available