রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি সাজেক উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে সবশেষ খবর পাওয়া পর্যন্ত ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় আরও ৫ জন আশঙ্কাজনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সাজেক থানার উপ-পুলিশ পরিদর্শক মুশফিকুর রহমান জানান, ২৪ এপ্রিল বুধবার বিকেল ৫টায় খাগড়াছড়ি থেকে মিনি ট্রাক যোগে যাওয়ার সময় সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের নব্বই ডিগ্রি এলাকায় সাড়ে ৫টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাকটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন, পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন ৮ জন। ট্রাকটিতে সর্বমোট ১৭ জন শ্রমিক ছিলেন।
মৃত ৯ জনের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত করে পুলিশ। তারা হলেন মো. জসিম উদ্দিন (৩৫), পিতা আব্দুর শুক্কুর, রামু কক্সবাজার ও মো. লালন মিঞা, পিতা হাশেম ফকির, ইশ্বরগঞ্জ, ময়মনসিংহ। বাকি ৭ জনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।
২৪ এপ্রিল বুধবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ির সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। সাজেক থানায় ৫ জনের মরদেহ আছে। খাগড়াছড়ি সদর হাসপাতালের ৪ জনের মরদেহসহ মোট ৯ জন নিহত হয়েছে এ দুর্ঘটনায়। হতাহতদের নাম ও পরিচয় শনাক্তের কাজ চলছে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সাগর দেব তপু জানান, সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনের মধ্যে ৪ জন হাসপাতালে আনার পথে মারা গেছেন। চিকিৎসাধীন ৬ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় একটি সূত্রে জানা গেছে, হতাহত শ্রমিকদের বাড়ি রংপুর অঞ্চলে। তারা উদয়পুর বাঘাইছড়ি সীমান্ত সড়কের ১৭ কিলোমিটার নামক স্থানে হারিজাপাড়া সেতু নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available