মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কার প্রার্থী গাজী মুক্তার হোসেনের কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এসময় তাদের মারধর ও জিম্মি করে স্বীকারোক্তি নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। ঘোড়া প্রতীকের প্রার্থী মোহাম্মদ মানিকের কর্মী ৬নং কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবাহান সরকার শুভা ও তার লোকজনের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন গাজী মুক্তার হোসেন।
তিনি ২৪ এপ্রিল বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনের দপ্তরে এ অভিযোগ করেন।
উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কার প্রার্থী গাজী মুক্তার হোসেনের অভিযোগ সূত্রে জানা যায়, ২৩ এপ্রিল মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মনোনয়ন যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আনারস প্রতীক পাওয়ার পর তার কর্মী রাকিব, ছায়েম, মিলন, হাছান, ছিটু, সুমন, শাকিব, রফিকসহ ২০-২৫ জন নির্বাচনী প্রচারণার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় দশানী বেরিবাঁধে অবস্থিত ঘোড়া মার্কার প্রার্থী মোহাম্মদ মানিকের কর্মী ৬নং কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান (মো. ছোবহান সরকার শুভা) তার অফিসের সামনে যান। সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা ছোবহান সরকার শুভাসহ আরো ৩০-৪০ জন সন্ত্রাসী বাঁশের লাঠি, কাঠের রুয়া ও লাঠিসোঁটা নিয়া আক্রমণ করে এলোপাথারি পিটিয়ে আনারসের কর্মীদের জখম করে এবং কয়েকজন কর্মীকে তার অফিসে জিম্মি করে রাখে। বর্তমানে অনেক কর্মী আহত অবস্থায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোবহান সরকার রাতেই তাদেরকে মারধর করে থানায় খবর দিয়ে তাদের পুলিশে সোপর্দ করে। ২৪ এপ্রিল বুধবার আটককৃত কর্মীদের থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনা হয় বলে জানা গেছে।
এ ব্যাপার গাজী মুক্তার হোসেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার, চাঁদপুর ও রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাচন অফিসার, প্রেসক্লাব বরাবর অভিযোগ দায়ের করেন।
গাজী মুক্তার হোসেন বলেন, ‘আমার নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। এছাড়াও আমার কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available