নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি কামনায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছে জেলার ধর্মপ্রাণ মানুষরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে সকল মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন তারা। এ সময় নয়টি উপজেলায় নামাজে অংশ নেন হাজার হাজার মুসল্লি।
২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জেলার মাইজদি আল দ্বীনিয়া, পিটিআই মাঠে, সেনবাগ, কোম্পানীগঞ্জের বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসা ও চাটখিল কামিল মাদরাসা মাঠে এবং বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা গেইট ঈদগাহে এ নামাজ অনুষ্ঠিত হয়।
মাইজদি নামাজে উপস্থিত ছিলেন দোয়া মুনাজাত করেন অধ্যক্ষ আবদুস শহীদ, ডাক্তার বোরহান উদ্দিন, সাইফুল্যাহ কামাল, মেসবাহ উদ্দিন, এছাড়া নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসার আরবি বিভাগের অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান ও চাটখিল আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর জব্বার।
নামাজে অংশ নেওয়া স্থানীয় মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরে অতি গরমের কারণে মানুষ, পশুপাখিসহ সবাই খুব কষ্টে আছে। এ জন্য তারা বৃষ্টির আশায় নামাজ পড়েছেন।
স্থানীয় বাসিন্দা রহমত বলেন, অতি গরমে মানুষ হাহাকার করছে। মহান আল্লাহ কোনও কারণে আমাদের ওপরে নারাজ হয়েছেন। এ কারণে আজকে মহান আল্লাহর কাছে তাপদাহ কমতে মুসল্লিদের নিয়ে নামাজ আদায় করেছি। নামাজ শেষে গজব বা গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেছি।
বসুরহাট পৌরসভা ওলামা মাশায়েখের উদ্যোগে আয়োজিত ইসতিসকার নামাজে অংশ নেন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারেফ হোসেন, সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা ওলামা সভাপতি মাওলানা মহিউদ্দিন, চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কাজী হানিফ আনসারী ও উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা এমদাদ উল্যাহ।
বেগমগঞ্জের ইসতিসকার নামাজে উপস্থিত ছিলেন, ঈদগাহের খতিব সায়েদ আলমগীর হোসেন, ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক নাছিমুল গনি চৌধুরি মহল, ওলাম পরিষদের সাবেক জেলা আমির মাওলানা আলাউদ্দিন, বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরান উদ্দিন এবং ওলাম পরিষদের বেগমগঞ্জ আমির আবু জাহেদ।
অপরদিকে চাটখিলের নামাজে অংশ নেন মাওলানা ছাইফ উল্লাহ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা ওমর ফারুক, মাওলানা রাকিব উদ্দিন, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আবুল কালাম আহমাদি, মাওলানা আবু সাদেক প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available