• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৯:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৯:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ক্যাসেটের ফিতাতেই ফুটিয়ে তুলেছেন বঙ্গবন্ধুর জীবন্ত অবয়ব

৯ মার্চ ২০২৩ দুপুর ১২:৫১:৪৩

ক্যাসেটের ফিতাতেই ফুটিয়ে তুলেছেন বঙ্গবন্ধুর জীবন্ত অবয়ব

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে রামুর চিত্রশিল্পী সাজ্জাদ হোসেন সাঈদ সমুদ্রের বালি,পেরেক, কাদা মাটি, সুতো  চা-পাতা ও ৭ মার্চের রেকর্ডকৃত ক্যাসেটের ফিতা ব্যবহার করে ক্যানভাসের উপর ফুটিয়ে তুলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন্ত অবয়ব।

৭মার্চ মঙ্গলবার ‘ঐতিহাসিক ৭মার্চ’ জাতীয় দিবস উপলক্ষে  দুপুরে উপজেলা প্রশাসন আলোচনা সভা ও বঙ্গবন্ধুর চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেন। আয়োজিত প্রদর্শনীতে রামুর তরুণ চিত্রশিল্পী সাজ্জাদ হোসেন সাঈদের এই সৃষ্টিশীল ও আলাদা বৈশিষ্টমন্ডিত চিত্রশৈলীটি সকলের কাছে প্রশংসিত হয়েছে।

চিত্রশিল্পী সাজ্জাদ হোসেন সাঈদ জানান, চিত্রকর্মের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, সংগ্রাম ও ত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে তার এই পথচলা। এসব চিত্রকর্ম দেখে তরুণদের বঙ্গবন্ধু সম্পর্কে জানার আগ্রহ বাড়বে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি সত্যিকার অর্থে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। সেই ভাষণের মধ্য দিয়েই বাঙ্গালী জাতির বিজয়।

তিনি বলেন, সাজ্জাদ হোসেন সাঈদদের মত তরুণ চিত্রশিল্পীদের জাতির পিতাকে নিয়ে সৃষ্টিশীল চিত্রকর্ম নিঃসন্দেহে তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর নীতি আদর্শকে ধারণ করতে অনুপ্রাণিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন, রামু উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সালাহ উদ্দিন, রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নোভেল কুমার বড়ুয়া, রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমেন বড়ুয়া, রামু উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার রনধীর বড়ুয়া, উপজেলা প্রকৌশলী মনজুর আহসান ভূইয়া,সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, মাস্টার সুমত বড়ুয়া প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০