গাজীপুর প্রতিনিধি: তীব্র তাপদহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেলের পৃষ্ঠপোষকতায় ১০০০ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য ও গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রাব্বি হাসান (শুভ)।
২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকালে গাজীপুরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধী জাতের বিভিন্ন বৃক্ষরোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক কাজী নুরুল আমিন বাবু, কাজী নাজমুল, ৫০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রান্ত, কাজী জাহিদুল ইসলাম জয়, কাজী তোফাজ্জল প্রমুখ।
কাজী রাব্বি হাসান বলেন, বর্তমান বিশ্বে নগরায়ণের ফলে প্রাকৃতিক ভারসাম্য বিপর্যয়ের পথে। যেকোনো দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে শতকরা ২৫ ভাগ বনায়ন থাকা উচিত। সে জায়গায় আমাদের দেশের বনায়ন শুধুমাত্র ১৩ ভাগ। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের কথা চিন্তা করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমাদের এই কর্মসূচি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available