লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন মিয়া (৪২) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন আরোহী আহত হয়েছেন।
২৫ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের করলাটারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন মিয়া উপজেলার বুড়িমারী বাজার এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। আহতরা হলেন, একই এলাকার আব্দুল মালেকের ছেলে রবিউল ইসলাম উলু (৪০) ও মৃত খলিলুর রহমানের ছেলে রফিক মিয়া (৪৮)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, পাথর বোঝাই একটি ট্রাক বুড়িমারী থেকে লালমনিরহাটের দিকে আসছিল এবং মোটরসাইকেলযোগে শাহীন, রবিউল এবং রফিক পাটগ্রাম থেকে বুড়িমারী যাচ্ছিল। এসময় করলাটারী ব্রিজ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে শাহীন ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া রবিউল ও রফিক গুরুতর আহত হলে তাদের প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আরিফুল্লাহ বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করে একটি মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available