কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে শতাধিক দুঃস্থ অসহায় বাবা মায়ের জন্য ভ্রাম্যমাণ শাড়ি লুঙ্গির হাটের আয়োজন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ভ্রাম্যমাণ এ হাটে ৮ টাকায় একটি শাড়ি, ৮ টাকায় একটি লুঙ্গি ও ২ টাকায় একটি ব্লাউজের পিস বিক্রি করছেন সংগঠনটি।
২৬ এপ্রিল শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের কুমরপুর দাখিল উলুম মাদ্রাসা মাঠে নাম মাত্র মূল্যে এসব শাড়ি লুঙ্গি-বিক্রি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভোগডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান, সিনিয়র গণমাধ্যমকর্মী শফি খান, স্থানীয় ইউপি সদস্য মো. হামিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী মো. আতাউর রহমান ও স্বাস্থ্যকর্মী লেলিনসহ অনেকে।
৮ টাকায় শাড়ি পেয়ে বৃদ্ধ আমেনা বেওয়া বলেন, বর্তমানে বাজারে একটা শাড়ির দাম নিম্নতম ৩০০ টাকা। সেই শাড়ি ৮ টাকায় পেয়ে খুব উপকার হলো।
লুঙ্গি পেয়ে হামিদ মিয়া বলেন, হামার ৬৫ বছর বয়সে কোনোদিন দেহি নাই ৮ টাহায় এহান লুঙ্গি পাওয়া যায়। আইজ সেই ৮ টাহায় লুঙ্গি কিনলং। খুব খুশি নাগছে।
ভোগডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে জেলায় স্বাস্থ্য, শিক্ষা ও অসহায় বাবা মাকে নিয়ে কাজ করে আসছে সংগঠনটি। ফুলের আজকের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।
ফাইট আনটিল লাইটের নির্বাহী পরিচালক মো. আব্দুল কাদের বলেন, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সামাজিক সংগঠন ফুল শহর গ্রাম ও প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের মাঝে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে এক যুগের বেশি সময় ধরে কাজ করে আসছে।
তিনি আরও বলেন, আমরা ত্রাণে নয় বিনিময়ে উপহার দিয়ে মানুষের মানসিকতার পরিবর্তন আনতে চাই। তাই অসহায় বাবা মায়ের কাছে মাত্র ৮ টাকার বিনিময়ে শাড়ি লুঙ্গি বিক্রি করার ব্যবস্থা করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available