মানিকগঞ্জ প্রতিনিধি: ভোজ্য তেল বাজারজাত করতে অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুডগ্রেডবিহীন ড্রাম ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জেলা কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) সদস্যরা।
২৭ এপ্রিল শনিবার ১১ টার দিকে শহরের শহিদ রফিক সড়কের প্রেসক্লাব প্রাঙ্গনে ক্যাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্য তেলের প্রাপ্যতা নিশ্চিত করার বিকল্প নেই। জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট জরিপ ২০১১-১২ অনুযায়ী, প্রাক-বিদ্যালয়ের প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন ভিটামিন ‘এ’ এবং প্রতি পাঁচজন শিশুর মধ্যে দুইজন ভিটামিন ডি-এর ঘাটতিতে ভুগছে। সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন প্রণয়ন ও বাস্তবায়ন করছে।
তারা বলেন, ড্রামে খোলা ভোজ্য তেল বাজারজাতকরণ এ ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে কাজ করছে। তাই অতিসত্বর ভোজ্য তেল বাজারজাত করণে অস্বাস্থ্যকর অনিরাপদ ও ফুডগ্রেডবিহীন ড্রাম ব্যবহার নিষিদ্ধের আহবান জানান বক্তারা। সেই সাথে স্পষ্ট ও দৃশ্যমান সমৃদ্ধকরণ ব্যাবহার, বিএসটিআইয়ের খাদ্যমান প্রতীক, মোড়কে আইন মোতাবেক ভিটামিন ‘এ’ দ্বারা সমৃদ্ধ তথ্যের উল্লেখ করার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, ড্রামে বাজারজাত করা ভোজ্যতেলের ক্ষতিকর দিকগুলো চিহ্নিত করে শিল্প মন্ত্রণালয় এক নির্বাহী আদেশে ২০২২ সালের জুলাইয়ের পর থেকে ড্রামে খোলা সয়াবিন তেল এবং সে বছরের ডিসেম্বরের পর থেকে খোলা পাম তেল বাজারজাতকরণ বন্ধের নির্দেশনা প্রদান করেছে। তবে এই নির্দেশনার কার্যকর বাস্তবায়ন এখনও দেখা যায়নি বলেও উল্লেখ করেন বক্তারা।
মানববন্ধনে মানিকগঞ্জ কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ক্যাবের সাধারণ সম্পাদক সামছুন্নবি তুলিপ, ক্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available