লোকমান আলী ( নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও সেমাই তৈরি এবং বিক্রি করার অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৮ মার্চ বুধবার দশটায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে স্কোয়াড কমান্ডার মো. মাসুদ রানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পত্নীতলা কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজের নেতৃত্বে নজিপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও সেমাই উৎপাদন এবং বিপণন করার অপরাধে ফাতিহা ফুড প্রোডাক্টের মালিক এম এস দোলনকে ১২ হাজার, ধানসিঁড়ি মিষ্টান্ন ভাণ্ডারের মালিক আলমগীর হোসেনকে ১০ হাজার , নিউ মমতাজ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক রফিকুল ইসলামকে ১০ হাজার, মমতাজ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক উজ্জ্বল হোসেনকে ১০ হাজার এবং ওল্ড মমতাজ মিষ্টান্ন ভাণ্ডারেরের মালিক সিদ্দিকুর রহমানকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলোর মালিক দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও সেমাই উৎপাদন ও বিক্রি করে আসছেন—জনসম্মুখে এটা স্বীকার করেছেন বলেও র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available