• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০০:২০ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০০:২০ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেহেরপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৩

২৮ এপ্রিল ২০২৪ দুপুর ০১:০৪:২৮

মেহেরপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৩

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম তোতা এবং আমাম হোসেন মিলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ১৩ জন আহত হয়েছেন।

২৬ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, তোতা গ্রুপের ইসলাম শেখ (৬০), রাজন আলী (২৬), শাহাজাহন আলী (২৫), আব্দুস সাত্তার (৫৫) আনারুল ইসলাম (৫০), মিলু গ্রুপের রাসেল শেখ (২৩), শাহেদ আলী (২৫), শাহাবুদ্দীন (৫০), উজ্জ্বল (৩২), রমজান আলী (২১), মেহেরাব হোসেন (২২), সৌরভ মেম্বার (৪৭) ও হাবিবুর রহমান (২২)।

আহতদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইসলাম শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জানা যায়, শুক্রবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলা নির্বাচনের প্রার্থী আমাম হোসেন মিলুর সমর্থকরা মহাজনপুর গ্রামে নির্বাচনী অফিস উদ্বোধন করার লক্ষ্যে মিছিল নিয়ে রওনা হন। পথিমধ্যে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার সমর্থকরা ওই স্থানে তাদের নির্বাচনী অফিসে অবস্থান করছিল।

এসময় দুই গ্রুপের সমর্থকরা মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষ চলাকলে দুই পক্ষের ছোড়া ইট ও লাঠির আঘাতে দুই পক্ষের ১৩ জন সমর্থক আহত হন। খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমাম হোসেন মিলু জানান, ‘আমার সমর্থকরা অফিস উদ্বোধন করার লক্ষ্যে মিছিল নিয়ে রওনা হলে প্রতিপক্ষের সমর্থক হেলালের নেতৃত্বে হামলা চালায়।’

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম তোতা বলেন, ‘আমার সমর্থকরা নির্বাচনী অফিসে বসেছিল। এ সময় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়।’

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত্ বলেন, ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শার্শায় প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত
৩ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১১:৫৯

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩