বড়াইগ্রাম, (নাটোর ) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেলেন একই পরিবারের মা সোমা খাতুনসহ দুই সন্তান। এ ঘটনায় আগুন নেভাতে ও নিহতদের উদ্ধার করতে গিয়ে দগ্ধ হয়েছেন আরও ২ জন।
৬ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের খাকসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গৃহবধূ সোমা খাতুন (৩২), তার মেয়ে অমিয়া খাতুন (১০) ও ছেলে অমর ফারুখ (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের অলি বকসের (৩৫) বাড়িতে রাতে আগুন লাগে। এ সময় অলি বকস ও তার বৃদ্ধ মা ঘর থেকে বের হতে পারলেও তার স্ত্রী ও সন্তানরা আগুনে পুড়ে মারা যায়। আগুন নেভাতে গিয়ে অলি বকস ও আনোয়ার হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ অগ্নিকাণ্ডে ৩ টি শয়ন কক্ষ, রান্না ঘর, গোয়াল ঘর, শয়ন কক্ষে থাকা আসবাব পত্র, লেপ-তোষক, টিভি, ফ্রিজ পুড়ে ছাই হয়ে যায়।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল হাসান তুষার জানান, আগুনে পরিবারটির আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘরে থাকা গ্যাস সিলিন্ডার হতে এ আগুনের সূত্রপাত হতে পাবে এমনটাই ধরণা করছি।
ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে শান্তনা ও আর্থিক সহযোগিতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। নিহত পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available