• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৫:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৫:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

২৮ এপ্রিল ২০২৪ দুপুর ০২:৪৪:৫৮

মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি: ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উপলক্ষ্যে মানিকগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি এসকল অনুষ্ঠানের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে ২৮ এপ্রিল রোববার সকাল আটটায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র জেলা ও দায়রা জজ এবং আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান জয়শ্রী সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানিয়া কামাল, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল ভট্টাচার্য, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান (বিপিএম, পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাধারণ সম্পাদকসহ লিগ্যাল এইড প্রদানকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সদস্যবৃন্দ, বিচারপ্রার্থী জনগণ ও মানিকগঞ্জ বিচার বিভাগে কর্মরত বিভিন্ন স্তরের বিজ্ঞ বিচারকবৃন্দ।

জেলা লিগ্যাল এইড সূত্র জানায়, আর্থিকভাবে অসচ্ছল, সহায়–সম্মলহীন এবং নানাবিধ আর্থ সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ২০১৩ সালের ২৯ জানুয়ারি মন্ত্রীসভার বৈঠকে আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ কার্যকরের তারিখ অর্থাৎ ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০১৩ সাল থেকে দেশব্যাপী প্রতি বছর ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০