চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে বায়েজীদের টেক্সটাইল এলাকার শ্যামলছায়া এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৪টি ঘর।
২৮ এপ্রিল রোববার দুপুর তিনটার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বায়েজিদ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার বিকেল ৩টার দিকে বায়েজিদের শ্যামল ছায়ার একটি কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ওই এলাকার প্রায় ১৪টি কাঁচা-পাকা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
রিকশাচালক কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মোহাম্মদ আবুল হাশেম থাকতেন ওই বস্তির ৫ নম্বর ঘরে। তিনি বলেন, আগুন লাগার সময় চান্দগাঁও এলাকায় ভাড়া নিয়ে গিয়েছিলেন। মোবাইলে খবর পেয়ে এসে দেখেন সবকিছু পুড়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available