মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম খান এবং তার ছেলে মো. মোস্তফা কামাল খান রুমেল।
২৮ এপ্রিল রোববার সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান তাদের মনোনয়ন পত্র জমার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২১ এপ্রিল রোববার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম খান এবার শিবালয় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। অন্যদিকে তাঁর ছেলে মোস্তফা খানও চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাবা-ছেলের একই পদে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি এখন উপজেলাবাসীর মুখে মুখে।
তবে এ বিষয়ে তারা উভয়ই জানিয়েছেন, রাজনৈতিক কৌশল হিসেবে বাবা-ছেলে দুজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোনো কারণে বাবার মনোনয়নপত্র বাতিল হলে ছেলে নির্বাচনে অংশ নেবেন।
এদিকে, বাবা-ছেলের একসঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ায় এলাকায় সাধারণ ভোটার ও নেতা-কর্মীদের মধ্যে শুরু হয়েছে নানা রকমের গুঞ্জন। সাধারণ ভোটারদের কেউ কেউ বলছেন, আওয়ামী লীগের নেতা আব্দুর রহিম খানের ডামি প্রার্থী হিসেবে তার ছেলে মোস্তফা খানকে দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available