সুমন আহমেদ,মতলব (চাঁদপুর) প্রতিনিধি: মতলব উত্তর উপজেলায় ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিডি-৪) আওতায় সরকারি প্রথমিক বিদ্যালয়ে ১২৪টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ বিতরণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালীউল্যাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর প্রশাসক আল এমরান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসেন, প্রধান শিক্ষক যথাক্রমে আবুল খায়ের মো. বাহাউদ্দিন, সালমা আক্তার, মামুনুর রশিদ, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এই উন্নয়নের অংশীদার হিসেবে আমাদের অবস্থান থেকে প্রত্যেকেরই ভূমিকা রাখা উচিত।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করণ করেন। তারই সুযোগ্য কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করণ করেন। এতেই প্রমাণিত হয় বঙ্গবন্ধু ও তার কন্যার মতো এতো বেশি শিক্ষা বান্ধব আর কেউ নেই। এই সরকার শিক্ষা বান্ধব সরকার, এই সরকার জনবান্ধব সরকার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available