রংপুর ব্যুরো: নীলফামারীর ডোমারে আগামী ৮ মে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। ডোমার উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ২১ প্রার্থী ভোটের মাঠে আছেন।
বিশেষ করে, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮ প্রার্থী দিন রাত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
নির্বাচনে জয়ী হতে তারা তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে হাট, বাজার, পাড়া-মহল্লায় পথসভা, উঠান বৈঠক, মিছিল-মিটিং করে ব্যস্ত সময় পাড় করছেন। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে পুরো উপজেলা।
চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহমেদ (আনারস), উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন (হেলিকপ্টার), সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী (কাপ-পিরিচ), কেন্দ্রীয় যুবলীগ নেত্রী সরকার ফারহানা আখতার সুমি (টেলিফোন), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্দুল মালেক সরকার (ঘোড়া), কেতকীবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিব আহসান প্রধান (কই মাছ), প্রভাষক এহছানুল হক (দোয়াত-কলম) এবং প্রভাষক মদন মোহন সিংহ পিন্টু (মোটরসাইকেল) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এখন অপেক্ষার পালা, আগামী ৮ মে জনগণের ভোটে কে হবেন নির্বাচিত, বসবেন উপজেলা পরিষদের চেয়ারে।
উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ৭ হাজার ৫শ’ ৭১। ভোট কেন্দ্র ৭৫ এবং বুথ সংখ্যা ৫শ’ ৮৫টি। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুরে আলম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available