• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১১:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শাল্লায় ‘নেশাগ্রস্ত’ শিক্ষকের হাতে ডাক্তার লাঞ্ছিত

২৯ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৩০:৪০

শাল্লায় ‘নেশাগ্রস্ত’ শিক্ষকের হাতে ডাক্তার লাঞ্ছিত

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিপুল কান্তি দাস নামে ‘নেশাগ্রস্ত’ এক শিক্ষক মেডিকেল অফিসারকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক।

২৯ এপ্রিল সোমবার দুপুর আড়াইটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাসির উদ্দিনের বাসায় এ ঘটনা ঘটেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটায় শিক্ষক বিপুল কান্তি দাস উনার শিশু বাচ্চাকে নিয়ে ডাক্তার নাসির উদ্দিনের কাছে চিকিৎসার জন্য আসেন। পরে ডাক্তার রোগের বিষয়টি বুঝানোর চেষ্টা করলে শিক্ষক উত্তেজিত হয়ে পড়েন। ডাক্তার নাসির উদ্দিন পরামর্শ দিলে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এতে তিনি আরও ক্ষিপ্ত হয়ে নাসির উদ্দিনের উপর হামলা করার চেষ্টা করেন। হাসপাতালের অন্যান্য ডাক্তাররা এসে নাসির উদ্দিনকে উদ্ধার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এবিষয়ে ডাক্তার নাসির উদ্দিন বলেন, শিক্ষক বিপুল কান্তি দাস নেশাগ্রস্ত হয়ে উনার বাচ্চার চিকিৎসার জন্য আমার বাসায় আসে। বাচ্চাটির রোগের বিষয় বুঝাতে গিয়েই এই শিক্ষক আমাকে লাঞ্ছিত করে আমার উপর হামলা চালায়। পরে আমার সহকর্মীরা এসে আমাকে উদ্ধার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আর এই শিক্ষকের ডোপ টেস্ট করানোর জন্য স্যাম্পল নেয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষক বিপুল কান্তি দাসের মোবাইল ফোনে একাধিকবার ফোন দেয়া হলে রিসিভ করেননি। যার ফলে বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ডাক্তারকে লাঞ্চিত করা শিক্ষক বিপুল কান্তি দাসের ডোপ টেস্টের জন্য স্যাম্পল নেয়া হয়েছে। রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে মনে হয় এই শিক্ষক সুস্থ মস্তিষ্কে এই কাজটি করেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫