শরীয়তপুর প্রতিনিধি: সারা দেশের ন্যায় শরীয়তপুরেও চলছে তীব্র তাপপ্রবাহ ও খরা। এক পশলা বৃষ্টির আশায় মানবজাতির পাশাপাশি প্রহর গুণছে পশুপাখিরাও। কিন্তু দেখা নেই বৃষ্টির। প্রতিদিন বেড়েই চলছে তাপমাত্রা। এমন তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে মন্দিরে বিশেষ প্রার্থনা করেছে হিন্দু ধর্মের অনুসারীগণ।
২৯ এপ্রিল সোমবার রাত ৮টায় শরীয়তপুর সদরের ধানুকা এলাকার মনসা বাড়ির শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সামনে খোলা আকাশের নিচে এ প্রার্থনার আয়োজন করা হয়।
মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সারাদেশে চলছে তীব্র তাপ প্রবাহ। তাপ প্রবাহের কারণে অতিষ্ঠ জনজীবন। এমন তীব্র গরম থেকে মুক্তির জন্য অগ্নিবীণা সংঘের উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সামনে খোলা আকাশের নিচে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনায় হিন্দু ধর্মের তিন শতাধিক অনুসারীদের অংশগ্রহণে পুরোহিত শ্যামল চক্রবর্তী সকলের পাপ মোচন করে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করেন।
পুরোহিত শ্যামল চক্রবর্তী বলেন, তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য ভক্তবৃন্দকে নিয়ে প্রার্থনা করেছি। ভগবান বৃষ্টি দিয়ে মানবজাতিকে তাপ প্রবাহ থেকে মুক্তির ব্যবস্থা করবেন।
মন্দির কমিটির সভাপতি সমীর কিশোর দে বলেন, প্রচণ্ড তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বিশেষ পূঁজা অর্চনা করা হয়েছে। ভক্তগণ ভগবানের কাছে কেঁদে কেঁদে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available