স্টাফ রিপোর্টার, ভোলা: ভোলা জেলার বোরহানউদ্দিনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্য মতে বিভিন্ন এলাকা থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ২৯ এপ্রিল সোমবার দুপুর আড়াইটা সময় কাচিয়া ৩নং ওয়ার্ডের ফরাজি বাড়ির সুপারি বাগানের মধ্য থেকে তাদের আটক করা হয়।
আসামিরা হলো- মফিজল মজমের ছেলে মো. শাহীন মজম (২৮), মৃত মোসলেউদ্দিন মজমের পুত্র মো. মাহামুদ উল্লাহ (৩৫) ও মো. নুরুল ইসলামের ছেলে আব্দুল হান্নান (৩৭)। তাদের প্রত্যেকেই উপজেলার কাচিয়া ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, এস আই মো. মনজুর হোসেনের নেতৃত্বে এএসআই ইয়ার হোসেন, এএসআই নুরুল ইসলাম, মো. হারুন ও শাকিলসহ একদল পুলিশ অভিযান চালায়। অভিযানে ১নং আসামি শাহীন মজমের নিকট থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ২ ও ৩ নং আসামি তাকে সাহায্য করতে আসলে তাদেরও গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আটক আসামিদের সাথে নিয়ে আরও মাদক অভিযান পরিচালনা করে ১নং আসামির বাড়ির মুরগির খামারের মধ্যে থেকে ১ কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বোরহানউদ্দিন থানার কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফরাজী বাড়ির সুপারি বাগান থেকে ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ও কাচিয়া ৪নং ওয়ার্ডের আসামির মুরগির খামার থেকে আরও ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ভোলার বোরহানউদ্দিন মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available