দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ নেই জলাতঙ্কের প্রতিষেধক ভ্যাকসিন। ফলে কুকুর বা বিড়াল কামড়ালে সেবা পাচ্ছেন না ভুক্তভোগী রোগীরা। ফলে ভোগান্তিতে পড়ছে সেবাগ্রহীতারা।
উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১৪টি ইউনিয়নে প্রায় পাঁচ লাখ মানুষ চিকিৎসা নিতে আসেন। রেবিস ভ্যাকসিন না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। কুকুর বা বিড়ালে কামড়ালে রোগীদের হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কর্মরত চিকিৎসকরা হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ নেই বলে জানিয়ে দেন। পরে বাইরে থেকে অতিরিক্ত মূল্যে ভ্যাকসিন কিনতে হচ্ছে। উপজেলার একমাত্র সরকারি হাসপাতালে ভ্যাকসিন না পাওয়ায় চরম বিপাকে পড়ছে ভুক্তভোগীরা।
উপজেলার রেফায়েতপুর গ্রামের ভুক্তভোগী আবুল বাশার জানান, আমাকে বিড়ালে কামড়ালে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করি। তারা জলাতঙ্কের ভ্যাকসিন নেই বলে জানিয়ে দেয়। পরে আমাকে অতিরিক্ত টাকা খরচ করে বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনতে হয়েছে। হাসপাতালে সরবরাহ থাকলে আমার টাকাগুলো বাড়তি খরচ হতো না।
ভ্যাকসিন না থাকার বিষয়টি স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন জানান, কুকুরে কামড়ানো ভ্যাকসিন হাসপাতালে সরবরাহ নেই। আমরা চাহিদাপত্র দিয়েছি উপজেলা পরিষদে।
এখন রোগীরা বাইরের ফার্মেসি থেকে কিনছেন বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available