চট্টগ্রাম প্রতিনিধি: দেশব্যাপি চলমান তীব্র তাপদাহে বিপর্যস্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে মাইজভাণ্ডার শরিফ ‘গাউসিয়া হক মঞ্জিল’ প্রতিষ্ঠিত ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’ এর উদ্যোগে চলমান শরবত বিতরণ কর্মসূচির পাশাপাশি শ্রমজীবী মানুষের মাঝে ছাতা বিরতণ করা হয়েছে।
৩০ এপ্রিল মঙ্গলবার চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট পুলিশ বক্স চত্বর ও মুরাদপুর মোড়ে এ ছাতা বিরতণ করা হয়।
এসময় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ সদস্যবৃন্দ, ট্রাস্টের কর্মকর্তা ও শাখা কমিটিরসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২৫ এপ্রিল থেকে ট্রাস্টের নিজস্ব উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট চত্বর ও মুরাদপুর মোড়ে প্রতিদিন প্রায় আড়াই হাজার মানুষের মাঝে শরবত বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম প্রচন্ড তাপদাহ চলা পর্যন্ত অব্যাহত থাকবে।
এছাড়াও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ নিয়ন্ত্রণাধীন ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, বি.বাড়িয়া, ফটিকছড়ি উপজেলা, চন্দনাইশ উপজেলা, পটিয়া উপজেলা, রাউজান উপজেলা, হাটহাজারী উপজেলা, কর্ণফুলি উপজেলা, বোয়াখালী উপজেলার শাখা কমিটিসমূহের উদ্যোগে এ পর্যন্ত আড়াই লক্ষাধিক মানুষের তৃষ্ণা নিবারণের জন্য শরবত ও ঠাণ্ডা পানীয় বিতরণ করা হয়। তাপদাহ শেষ না হওয়া পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও উপজেলার শাখা কমিটিসমূহের উদ্যোগে এ কর্মসূচি চলমান থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available