• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:২৪:০৬ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:২৪:০৬ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভোলা মেঘনার পাড় থেকে ৩ চাঁদাবাজ গ্রেফতার

১ মে ২০২৪ সকাল ১০:০২:৫২

ভোলা মেঘনার পাড় থেকে ৩ চাঁদাবাজ গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ভোলা: ভোলা সদর মডেল থানাধীন রাজাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ কন্দকপুর গ্রামের গোলপাড় এলাকার নদীর পাড় থেকে ৩ চাঁদাবাজকে গ্রেফতার করেছে ভোলা জেলা গোয়েন্দা শাখার (ডিবি)।

২৯ এপ্রিল সোমবার সকাল ১১টায় জেলা গোয়েন্দা শাখা, ভোলার এসআই (নিরস্ত্র) মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন পূর্ব ইলিশা ১নং ওয়ার্ডের কালাপোলের বাসিন্দা মো. জহুর আহেম্মদ মাঝির ছেলে মো. তারেক (২০), পূর্ব ইলিশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সুদেরহাট এলাকার বাসিন্দা ইউনুছ দালালের ছেলে আল-আমিন (১৯), পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের স্লুইচ গেইট এলাকার বাসিন্দা রশিদ মাঝির ছেলে মো. মনির (২০) কে গ্রেফতার করে।

আসামিদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা, ৫০০০ মিটার মাছ ধরার জাল জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায় যে, গ্রেফতার হওয়া আসামী ও তাদের পলাতক সহযোগী আসামীরা মেঘনা নদীতে বিভিন্ন সময়ে চুরি, ছিনতাইসহ নিরীহ জেলেদের জিম্মি করে চাঁদাদাবি করে, এমন কি বিভিন্ন মালামাল লুট করে থাকে।

তারাই ধারাবাহিকতায় মেঘনা নদীতে সাইদুল ইসলাম (২৬), মো. মানিক হোসেন গোলদার (৪০) নামের দুই জেলেকে জিম্মি করে চাঁদাদাবিসহ মাছ ধরার জাল চুরি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, ভোলা টিম তাদের আটক করে এবং জিম্মি দশা থেকে দুজন ভিকটিমকে উদ্ধার করে।

জেলা গোয়েন্দা সংস্থা (জিবি)'র অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান, আটক আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রত্রিয়াধীন। অভিযান পরিচালনা করে পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১