নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে সাংবাদিকের বিরুদ্ধে করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও চেয়ারম্যান আব্দুর রউফসহ তার সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে জেলা রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন জেলার সাংবাদিকরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকী।
এ সময় জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি স্বপ্না আক্তার সর্নালী শাহ, সৈয়দপুর সদস্য সচিব ওয়ালিউর রহমান রতন, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি সাদিকুল ইসলাম, দৈনিক বাংলার ডিমলা প্রতিনিধি মহিনুল ইসলাম সুজন, নিউ ন্যাশনের জলঢাকা প্রতিনিধি শাহজাহান কবির লেলিনসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার, সাংবাদিক নির্যাতন বন্ধসহ বেশ কয়েকটি দাবি জানান। তা না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available