চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি গেইট এলাকায় পুলিশের অভিযানে মো. হোসাইন (২০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
১ এপ্রিল বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে শহিদ মিনারের সামনের পাকা রাস্তার ওপর তিশা প্লাটিনাম নামের বাস থেকে মাদকসহ পালানোকালে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ানের সার্বিক দিক-নির্দেশনায় সিটি গেইট এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে অভিযান চালায়।
এডিসি স্পিনা রানী প্রামাণিক ও পাহাড়তলী জোনের এসি মো. মঈনুর রহমান অভিযানের সার্বিক তত্ত্বাবধান করেন। আকবার শাহ্ থানার অফিসার ইনচার্জ গোলাম রব্বানীর নেতৃত্বে থানার এসআই মিজানুর রশিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে প্লাটিনাম বাসের যাত্রীদের তল্লাশি চালালে ১টি কালো রঙের হাত ব্যাগসহ কৌশলে বাস থেকে নেমে পালানোর সময় মো. হোসাইন (২০) কে আটক করে পুলিশ।
আটকের পর তার হাতে থাকা ১টি কালো ব্যাগ উদ্ধার করা হয়। ওই বেগের ভিতরে রাখা ২টি প্যাকেট থেকে সাক্ষীদের উপস্থিতিতে ৪ কেজি এবং অপর একটি বেগে থাকা ১ কেজিসহ মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ সদস্যরা।
আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এরআগে কক্সবাজার জেলার টেকনাফ থানায় দায়ের করা একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available