নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ‘দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতী মানুষ এক হও’ এবং ‘মালিক শ্রমিক গড়বে দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখা ও উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মুকলেছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সভাপতি হাসান মাহমুদ ও ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ পটু, ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুহু ইসলাম, যুগ্ন সম্পাদক বিশ্বনাথ, সহ সভাপতি জিয়াউর রহমান, অর্থ সম্পাদক ইন্দ্রজিত দাস প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available