সিলেট প্রতিনিধি: সিলেটে ২৭৫ বস্তা ভারতীয় চিনিসহ দুটি ট্রাক জব্দ এবং ২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
১ মে বুধবার এসএমপির মোগলাবাজার থানাধীন প্যারাইচক পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটকরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার শীমন্তপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. তারিফ আহমদ (২৯) (চালক) ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাপাশিয়াপাড়া গ্রামের মো. রৌশন আলীর ছেলে নূর জামাল (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের মোগলাবাজার থানাধীন প্যারাইচক পয়েন্টের কে.বি সুইচিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২৭৫ বস্তা ভারতীয় চিনি ও পরিবহণ কাজে ব্যবহৃত ১টি ট্রাক গাড়ি জব্দ করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়।
এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে এসএমপি মোগলাবাজার থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available