নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে ডিবি পুলিশ বহনকারী গাড়ির ধাক্কায় জিয়াউল হক রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যুর হয়েছে। ঘটনাটি ঘটেছে ১ মে বুধবার রাত ১১টার দিকে, উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির মন্তলী ঝিকটিয়া ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন এলাকায়। নিহত জিয়াউল হক মন্তলী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও দুই সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিয়াউল হক মন্তলী বাসন্ডা রাস্তার মাথা থেকে নিজের ওয়ার্কশপ দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ডিবি পুলিশ বহনকারী একটি দ্রুত গতির মাইক্রোবাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে জিয়াউল পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরই ডিবি পুলিশ বহনকারী গাড়ির ঘাতক ড্রাইভার পালিয়ে যায়। পরে স্থানীয়রা গাড়িতে থাকা তিনজনকে আটক করলে জানতে পারেন তারা ডিবি পুলিশের সদস্য। তবে স্থানীয়রা বলছেন ঘাতক ড্রাইভারকে গাড়ি থেকে বের করে ডিবির সদস্যদের কাছে দিলে তারা ড্রাইভারকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। আটককৃত ডিবি সদস্যদের জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃত ডিবি সদস্যরা জানান, তারা মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে টার্নিংয়ে এসে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়ে সাথে সাথে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। খবর পেয়ে নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন।
নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available