নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় দুজনকে ভ্রাম্যমাণ দোকান দিয়েছেন সমাজসেবা অধিদফতর। ৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে দোকান হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইব্রাহীম।
এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুর মোহাম্মদ, সহকারী পরিচালক মোহতাছিম বিল্লাহ, সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক সাইদুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রুহানী সুলতান গামা, নওগাঁ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (প্যানেল মেয়র) সারোয়ার তানজিদ সম্রাট ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহসান হাবিব রাজনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সুবিধাভোগী নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বরুনকান্দি মহল্লার বৃদ্ধ কাজেম উদ্দিন মণ্ডল ও ৭ নম্বর ওয়ার্ডের পার-নওগাঁ শান্তিনগর মহল্লার বৃদ্ধ ফজলু হোসেন দীর্ঘদিন থেকে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। পরে শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় কর্মসংস্থানের জন্য ভ্রাম্যমাণ ভ্যানের দোকান হস্তান্তর করা হয়।
ফজলু হকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বলেন, দুই মেয়ে ও দুই ছেলে আমাদের। তাদের বিয়ে হওয়ায় আলাদা সংসার হয়েছে। তারাও গরীব হওয়ায় আমাদের সহযোগিতা করতে পারে না। স্বামী যুবক বয়সে কাজকর্ম করে সংসার চালাতো। বয়স হওয়ায় এখন পরিশ্রম করতে না পেরে প্রায় ২০ বছর ধরে ভিক্ষা করছিলেন। প্রতিবেশীর কাছে হাত পাততে হতো। বিভিন্ন কথা শুনতে হতো। সরকার থেকে দোকান পেয়ে সুবিধা হয়েছে। এখন থেকে আর ভিক্ষা করতে হবে না।
সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুর মোহাম্মদ বলেন, সমাজসেবা অধিদফতরের আওতায় আমরা দুজন ভিক্ষুককে কর্মসংস্থানের জন্য ভ্রাম্যমাণ দোকান প্রদান করেছি। যেখানে ভ্যানের ওপর সোলার প্যানেল, চায়ের জন্য গ্যাসের চুলা ও সিলিন্ডার, বিভিন্ন ধরণের বিস্কুট ও চিপসসহ প্রায় শতাধিক উপকরণ দিয়ে দোকান সাজানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available