রামাপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাঘেরহাট রামপালে রবিউল ইসলাম আকাশ (১৩) নামের এক শিশুকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার স্বজনরা।
৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন শিশু আকাশের চাচা আবু সাইদ শেখ।
লিখিত বক্তব্যে তিনি জানান, ‘গত ২২ এপ্রিল বিকালে মাঠে খেলতে যায় আকাশ। এ সময় স্থানীয় এনামুল শেখের ছেলে জোনায়েদ (৭) এর সাথে বিরোধ বাঁধে। একপর্যায়ে তাদের মাঝে কথা কাটাকাটি ও মারামারি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে জোনায়েদের পিতা এনামুল আকাশের বাড়িতে এসে আকাশকে মারধর করেন। এছাড়া আকাশকে গাঁজা দিয়ে পুলিশে ধরিয়ে দেবেন বলে ভয়ভীতি দেখান। এতে আকাশ ভীতসন্ত্রস্ত হয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এ ঘটনার দুদিন পর ২৪ এপ্রিল দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আকাশ। পরে আত্মহত্যার প্ররোচণার বিষয়ে গৌরম্ভা ফাঁড়ি পুলিশের কাছে আমরা প্রাথমিকভাবে অবগত করি, কিন্তু এ ঘটনার কোনো বিচার পাইনি।’
সংবাদ সম্মেলনে আকাশের আত্মহত্যার প্ররোচণায় যারা জড়িত তাদের বিচার দাবি করেন উপস্থিত স্বজনরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available