ওয়াহিদুর রহমান, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যাত্রী সেজে ব্যাটারি চালিত টমটম (ইজিবাইক) ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার ও লুণ্ঠিত টমটম উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলো, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত আরিফ মিয়ার ছেলে আলেক মিয়া (২২) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে অলিউর রহমান (১৭)। ১ মে বুধবার তাদের সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রাম এলাকার মরহুম হাজী ইছাকুর রহমানের বাড়ির নিকটবর্তী রাস্তায়।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল শনিবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজার থেকে রামিম আহম (১৬) নামের চালকের বিদ্যুৎ চালিত অটোরিকশা (টমটম) উপজেলার রানীগঞ্জ বাজারে যাওয়া-আসার কথা বলে অজ্ঞাত তিন ছিনতাইকারী ভাড়া নির্ধারণ করে গাড়িটি নিয়ে যায়। এসময় যাত্রীদের কথা অনুযায়ী ঘটনাস্থল রানীগঞ্জের গন্ধর্বপুর এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকজনকে তাদের সঙ্গি পরিচয় দিয়ে গাড়িটি থামানোর কথা বলে।
চালক গাড়িটি থামালে ওই চারজন মিলে চালকের গলায় ধারালো অস্ত্র ধরে মারধর করে হাত পা বেঁধে রাস্তায় ফেলে টমটমটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা টমটম চালক রাহিম আহমদকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ব্যাপরে অটোরিকশার মালিক একতার আলী (লিটন) বাদী হয়ে অজ্ঞাত আসামি করে জগন্নাথপুর থানার মামলা একটি মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিত জগন্নাথপুর থানাসহ আশ-পাশ থানার বিভিন্ন অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে প্রথমে আলেক মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মোতাবেক অলিউর রহমানকে গ্রেফতার ও তাদের হেফাজতে রাখা ছিনতাই করা টমটম উদ্ধার করে পুলিশ।
জগন্নাথপুর থানার পুলিশ পরির্দশক আমিনুল ইসলাম জানান, মামলা দায়ের পর এই ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতারে আমরা তৎপর ছিলাম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available