• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৭:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৭:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গৌরনদীতে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৩ মে ২০২৪ দুপুর ১২:১০:০৮

গৌরনদীতে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু ও তার মোটরসাইকেল চালক পলাশ হাওলাদারকে কুপিয়ে গুরুত্বর জখম করেছে চেয়ারম্যান প্রার্থী সাবেক মেয়র হারিছুর রহমান ও তার কর্মী সমর্থকরা।

আহতের স্বজন ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, ২ মে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাটাজোর বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়ার সাথে গণসংযোগে যান ইউপি চেয়ারম্যান সৈকত গুহ ও তার সমর্থকরা। সেখানে আগে থেকেই ওৎপেতে থাকা আরেক চেয়ারম্যান প্রার্থী হারিছুর রহমানের ক্যাডার দিলু হাওলাদার, মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ীসহ অর্ধশতাধিক সন্ত্রাসীরা ইউপি চেয়ারম্যানের ওপর হামলা চালিয়ে অবরুদ্ধ করে রাখে।

পরবর্তীতে সেখানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হারিছুর রহমান নিজে উপস্থিত হয়ে দ্বিতীয় দফায় পিকলুকে এলোপাথারীভাবে কুপিয়ে জখম করে অবরুদ্ধ করে রাখে। এসময় ইউপি চেয়ারম্যানের মোটরসাইকেল চালক পলাশ হাওলাদারকে উপর্যপুরি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। একপর্যায়ে সেখান থেকে স্থানীয় লোকজন ও স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেও আহতদের অবরুদ্ধ করে রাখে হারিছের ক্যাডাররা।

স্বজনরা অভিযোগ করে আরও বলেন, হারিছের ক্যাডাররা শুধু হামলা আর অবরুদ্ধ করেই ক্ষ্যান্ত হয়নি, তারা আহতদের যাতে কোথায়ও নিয়ে যেতে না পারে সেজন্য হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা বন্ধ করে দেয়। এমনকি বাইরের কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে বা বের হতে দেয়নি। পরে উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি ও পুলিশ সদস্যরা হাসপাতালে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে চেয়ারম্যান পিকলু সমর্থকদের হামলায় হারিছ সমর্থক দিলু হাওলাদার গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হারিছুর রহমান হামলার বিষয়টি অস্বীকার করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০