• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৩:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৩:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টঙ্গীতে প্রভাষকের উপর হামলার ঘটনায় অভিযুক্তের সংবাদ সম্মেলন

৪ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৫৯:২৬

টঙ্গীতে প্রভাষকের উপর হামলার ঘটনায় অভিযুক্তের সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে এক প্রভাষকের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে গিয়াস উদ্দিন নামের এক যুবকের বিরুদ্ধে। গত ২৬ এপ্রিল উপজেলার কাজী বাড়ি এলাকায় ভুক্তভোগীর নির্মাণাধীন ভবনের সামনে হামলার এ ঘটনা ঘটে।

হামলার শিকার ওই প্রভাষকের নাম মো. মোবারক করিম। তিনি সমপর্ণ বিল্ডার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও তামীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক প্রভাষক।

জানা গেছে, প্রভাষক মোবারক করিমের সাথে গিয়াস উদ্দিনের দীর্ঘদিনের ব্যবসায়িক লেনদেন ছিলো। স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে পর্যায়ক্রমে সেই লেনদেন পরিশোধ করা হচ্ছিল। গেলো ঈদের আগে গিয়াস উদ্দিনকে কিছু টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সাময়িক সমস্যার কারণে গিয়াসকে টাকা দিতে পারেননি মোবারক। এতে তাদের মাঝে মনোমালিন্য সৃষ্টি হয়। এরই জের ধরে গত ২৬ এপ্রিল উপজেলার কাজী বাড়ি এলাকায় নিজের নির্মাণাধীন ভবনের সামনেই মোবারকের উপর অতর্কিত হামলা চালান গিয়াস উদ্দিন।

এ ঘটনায় একজন শিক্ষক ও ব্যবসায়ীর উপরে এমন হামলায় ক্ষিপ্ত হন এলাকাবাসী। এ ঘটনার পর গ্রামবাসী ও সুশীল সমাজের লোকজন অভিযুক্ত গিয়াস উদ্দিনের বিচার চেয়ে মানববন্ধন করেন।

এদিকে শিক্ষকের উপর দিনে দুপুরের সন্ত্রাসী হামলার ঘটনা থেকে বাঁচতে ৪ মে শনিবার সকালে টঙ্গী এলাকায় প্রভাষক মোবারক করিমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন গিয়াস উদ্দিন। এতে গ্রামবাসী ও সুশীল সমাজের লোকজন আরও ক্ষুব্ধ হয়ে পড়েন।

এ বিষয়ে হামলা শিকার প্রভাষক মোবারক করিম সাংবাদিকদের বলেন, ‘আমি শিক্ষক থাকা অবস্থায় কোনো দিন কোনো শিক্ষার্থীদের উপর হাত তুলিনি এবং কারও গায়ে হাত তোলা আমি পছন্দও করি না। কিন্তু আজ সেটা আমার উপর হয়েছে। আমি একজন নিরীহ মানুষ। বর্তমানে ছোটখাটো ব্যবসা করি। দীর্ঘদিন যাবৎ গিয়াস উদ্দিনের সাথে ব্যবসায়িক লেনদেন থাকায় তার সাথে একটু মনোমালিন্য সৃষ্টি হয়। এর সূত্র ধরে গত ২৬ এপ্রিল তারা আমার উপর হামলা করে। তারা নিজেকে বাঁচাতে আজকে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে। আমি মনে কররি, তারা আমার মানসম্মান নষ্ট করার পাঁয়তারা করে যাচ্ছেন। আমি এর তীব্র নিন্দা জানাই ও এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।’

এ বিষয়ে গিয়াস উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।  

এ প্রসঙ্গে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫