রাঙামাটি প্রতিনিধি: আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া ৬ষ্ঠ ধাপের প্রথম পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা রাঙামাটি সদর উপজেলার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। তাই প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই বিভিন্ন এলাকায় মানুষের দুয়ারে দুয়ারে উপস্থিত হয়ে ভোট প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। চলছে বিরামহীন প্রচারণা। ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া চাইতে দেখা গেছে প্রার্থীদের।
রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদের ওপারে ইসলামপুরে নির্বাচনী জনসংযোগ চালাতে গিয়ে সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিকা আক্তারকে ভোটারদের মন জয় করতে নানান প্রতিশ্রুতি দিতে দেখা গেছে। এসময় তিনি বলেন, নারীদের ক্ষমতায়ন এবং হতদরিদ্র নারীদের কর্মসংস্থানসহ তাদের উন্নয়নে কাজ করতে চান তিনি। তাই তাকে নির্বাচিত করার অনুরোধও জানিয়েছেন তিনি।
প্রার্থীরা বলছেন, আগামী ৮ মে ভোটের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানান তারা। তবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক এ প্রত্যাশা ভোটারদের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available