• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৫:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৫:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নারী দিবসে বুড়াগৌরাঙ্গ নদীতে নারীদের নৌকার র‌্যালি

১১ মার্চ ২০২৩ দুপুর ০১:০৭:৫৮

নারী দিবসে বুড়াগৌরাঙ্গ নদীতে নারীদের নৌকার র‌্যালি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: বুড়াগৌরাঙ্গ নদীতে নৌকার বহর। একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুঁটছে একসঙ্গে। বাজছে ঢাক আর ঢোলও। ৯ মার্চ বৃহস্পতিবার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউয়িনের ওই নদীতে এভাবেই নৌকা নিয়ে র‌্যালী করেছে নারীরা।

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরাসন’ শ্লোগানে বিকেল ৪ টায় নদীটির চরমোন্তাজ মান্তা পল্লী এলাকা থেকে এ নৌ-র‌্যালী শুরু হয়। আর শেষ হয় চরআন্ডা এলাকা গিয়ে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা জাগোনারীর উদ্যোগে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির সহায়তায় জাগোনারী সংস্থার (ওঝঊঅডঅঈঈ ) প্রকল্পের আয়োজিত ব্যতিক্রমী এ আয়োজনে অন্তত ২৫টি নৌকা ও অর্ধশতাধিক নারী-পুরুষ অংশ নেয়। তবে প্রত্যেকটি নৌকাতেই চালক (মাঝি) ছিলেন নারী।

আয়োজনে অংশ নেয়া নৌকার ছাইনিতে সংবলিত ছিল নারী অধিকার আদায়ের নানা শ্লোগানের ব্যানার। এসব শ্লোগানের মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘গ্রামীণ নারীকে ক্ষমতায়ন করি, ক্ষুধা-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ি’। ‘এই হোক অঙ্গীকার, নারী নির্যাতন নয় আর’। ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’। ‘সম-অধিকার ও সম-সুযোগের নীতি, নিশ্চিত করবে জাতীর অগ্রগতি’ ও ‘আমরা নারী, আমরা পারি’।

নৌ-র‌্যালী শেষে আয়োজনে অংশ নেয়া নৌকাগুলোর মধ্যে প্রতিযোগীতা হয়। এ আয়োজন দেখতে উৎসুক জনতা ভিড় করে। মান্তা সম্প্রদায়ের নারী আসমা বেগমের
সভাপত্বিতে এ সময় উপস্থিত ছিলেন চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজল কান্তি দাস, জাগোনারী প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মনিরুজ্জামান প্রিন্স, ইআইএমসি প্রকল্পের ব্যবস্থাপক মনিরুজ্জামান মামুন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল খান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫