খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বজ্রপাত ভয়ংকার হয়ে উঠেছে। আজ ৫ মে রোববার ভোরে জেলার দীঘিনালায় মা-ছেলে এবং রামগড়ে একজনসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২টি গবাদি পশুর মৃত্যু হযেছে।
খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে বজ্রপাতে মা ও শিশু সন্তানের মৃত্যু ঘটে। আজ রোববার ভোরে ৫টায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)।
দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান, বজ্রপাতে টিনের ঘরটি পুড়ে নিহতদের দেহ অঙ্গার হয়ে গেছে। ঘটনার সময় হাসিনা বেগমের গাড়ি চালক স্বামী ছাদেক আলী বাড়িতে ছিলেন না।
দীঘিনালা থানার ওসি মো. নুরুল হক জানিয়েছেন, লাশগুলো আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।
অপরদিকে রামগড় উপজেলার ১নং ইউনিয়নের দুর্ঘম হাজাছড়া এলাকায় বজ্রপাতে গনজ মারমা (৫০) নামে এক ব্যক্তিসহ তার ২টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। নিহত গনজ ওই এলকার বাসিন্দা কংজ্র মারমার ছেলে।
হাজাছড়া পাড়া কার্বারী চাইলাপ্রু মারমা জানান, বজ্রপাতের সময় বাড়ির উঠানে বাঁধা গরু গোয়ালঘরে আনতে গিয়ে গরুসহ তার মৃত্যু হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available