নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে সাজু (৩২) নামের এক যুবককে অপহরণের ৪ দিন পরও সন্ধান মিলেনি। দুশ্চিন্তায় স্ত্রী-সন্তানরা এখন দিশেহারা।
অপহৃত সাজুকে উদ্ধার করে অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ৪ মে শনিবার উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন বাবার বাড়ি গান্দাছি পূর্ব পাড়ায় সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী রিনা বেগম।
সংবাদ সম্মেলনে নিখোঁজ সাজুর স্ত্রী রিনা বেগম বলেন, ‘আমার স্বামী সাথে বাঙ্গড্ডা বাজারে হিরন মোল্লা, শফিক ও শাহিনের সাথে টাকা নিয়ে ঝামেলা চলছে কিছুদিন ধরে। গত ৩০ এপ্রিল বুধবার রাতে আনুমানিক রাত ৮টার সময় আমার সাথে মুঠোফোন শেষ কথা হয়।’
তিনি আরও বলেন, ‘বাড়িতে আসতে দেরি হচ্ছে দেখে মুঠোফোনে কল দিলে মোবাইল বন্ধ পাই। পরে একাধিকবার কল দিলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। চতুর্দিক খোঁজাখোঁজি করলে লোকের মাধ্যমে শুনতে পাই, আমার স্বামীকে কে বা কাহারা অপহরণ করেছে।’
‘পরদি বৃহস্পতিবার আমার মুঠোফোন কল আসে, আমার স্বামীকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয় অজ্ঞাত দৃর্বৃত্তরা।’
তিনি আও বলেন, ‘এ বিষয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করার পরেও থানা থেকে সহযোগিতা পাইনি। আমার স্বামীকে জীবিত ফেরত পেতে প্রশাসন ও সরকারের নিকট সহযোগিতা কামনা করছি।’
অভিযুক্ত শফিক বলেন, ‘সাজুর সাথে আমাদের টাকার লেনদেন হয়েছে, পরে বুধবার রাতে গান্দাছি গ্রামের স্থানীয় হাছানের সাথে চলে যায়। তবে অপহরণের বিষয় আমি কিছু জানি না।’
এ বিষয়ে হাছান বলেন, ‘হিরন, শফিক ও শাহিন আমার সামনে থেকে সাজুকে মারধর করে সিএনজিতে করে উঠিয়ে নিয়ে গেছে।’
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, অভিযোগের বিষয়টি কতটা সত্য খতিয়ে দেখা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available